colgate পেস্ট দিয়ে শরীরের লোম দূর করার পদ্ধতি

colgate পেস্ট দিয়ে শরীরের লোম দূর করার পদ্ধতি সম্পর্কে আমরা এই পোস্টে বিস্তারিত আলোচনা করবো। আসা করি পোস্টটি পড়ে সঠিক তথ্যটি পাবেন।

colgate পেস্ট দিয়ে শরীরের লোম দূর করার পদ্ধতি সংক্ষিপ্ত আলোচনা

Colgate টুটপেস্ট কি কাজে ব্যবহার হয় সেটা আমরা সবাই জানি। Colgate টুটপেস্ট আমরা সাধারণত মুখ বা দাঁত পরিষ্কারের ব্যবহার  থাকি। মুখ বা দাঁত পরিষ্কারে শুধু যে  Colgate টুটপেস্ট ব্যবহার হয় টা  নয়। Colgate টুটপেস্ট আপনার শরীলের পশম বা লোম দূর করতে সক্ষম। টুটপেস্ট দিয়ে কিভাবে আপনার শরীলের অপ্রয়োজনীয় পশম দূর করবেন , তা এই পোস্টটি পড়লে বিস্তারিত জানতে পারবেন। 

colgate  দিয়ে শরীরের লোম দূর করার উপায় 

Colgate টুটপেস্ট দিয়া কিভাবে  শরীলের পশম বা লোম দূর করবেন। colgate পেস্ট দিয়ে শরীরের লোম দূর করার পদ্ধতি র উপকরণ সমূহ 

১. প্রথমে ২ চামস মতো চিনি নিতে হবে। 

২.একটি লেবুর লাগবে আপনার। 

৩.একটি ছোট্ট বাটি এবং Colgate টুটপেস্ট লাগবে। 

  

প্রথমে আপনাকে একটি ছোট্ট বাটিতে ২ চামস  চিনির একটি লেবু চিপে দিতে হবে। তারপর ও বাটির মধ্যে Colgate টুটপেস্ট দিয়ে মিশাতে হবে। সব উপকরণ বাটি দেওয়ার পর এক সাথে সব কিচু মিশাতে হবে।

মিশানোর পর যে মিশ্রণটি তৈরি হবে সেটা আপনার শরীলের পশম বা লোম দূর করতে সাহায্য করবে। আপনার শরীলের যেকানে লোম দূর করতে চান সেখানে ওই মিশ্রণটি ব্যবহার করতে হবে। এই মিশ্রণটি ব্যাবহারে এক বারে আপনার শরীলের লোম দূর হবে না।

৩ থাকে ৪ বার এই মিশ্রণটি ব্যবহার করার পর আপনার শরীলের লোম এক বারে দূর হয়ে যাবে। colgate পেস্ট দিয়ে শরীরের লোম দূর করার পদ্ধতি তে আপনার শরীলের লোম দূর করলে আপনার শরীলের কোনো ক্ষতি হবে না। 

গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার উপায়

colgate পেস্ট দিয়ে শরীরের লোম দূর করার পদ্ধতি ছাড়াও অনেক পদ্দতি আসে যে গুলা দিয়ে শরীলের লোম দূর করা যায়। Colgate দিয়ে যে শুধু শরীরের লোম পরিষ্কার করা যায় তখন তা নয়। আপনি বিভিন্ন উপায়ে আপনার শরীরের গোপন অঙ্গের লোম দূর করতে পারবেন।

অ্যালোভেরা ওয়াক্স:

এই প্রক্রিয়ার জন্য প্রথমে আপনাকে অ্যালোভেরার সাথে মধু মিশিয়ে গরম করে নিতে হবে। তারপরে মিশ্রণটি উষ্ণ গরম হলে লোমযুক্ত স্থানে এই মিশ্রণটি লাগাতে হবে।

তারপর মিশ্রণটি আপনার মন যুক্ত স্থানের শুকিয়ে গেলে আপনার বৃদ্ধি যুক্ত লোম বিপরীত দিকে শুক্র মিশ্রণটি টানতে হবে।


বেসন:

এই পদ্ধতিটি আপনার গোপন অঙ্গের চুল ছোট করার পরে ব্যবহার করতে হবে। এই মিশ্রণটি তৈরি করতে হলে আপনাকে এক কাপ জলে বেসন গলাতে হবে এবং এক চিমটি পরিমাণ লবণ তার ভেতরে দিতে হবে।

এবং এই জুটিকে মেশানোর পড়ে প্রতিদিন আপনার গোপন স্থানের ছোট লোমে লাগাতে হবে। তাহলে ধীরে ধীরে আপনার গোপন অঙ্গের লোম দূর হয়ে যাবে।


আলু ও মসুর ডাল: 

colgate পেস্ট দিয়ে শরীরের লোম দূর করার পদ্ধতি ছাড়াও এ আরেকটি ভালো পদ্দতি। এই পদ্ধতিতে আলু ও মসুর ডাল এর মিশ্রণের যে মিশ্রন তৈরি হয় এটি আপনার গোপন অঙ্গের লোম দূর করার জন্য সাহায্য করে। এই মিশ্রণটি তৈরি করতে হলে আপনাকে কিছু মুসুরির ডাল সারারাত ভিজিয়ে রাখতে হবে। 

এবং সেই ভেজা ডালটি কে পিসে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটি খোসা ছাড়ানো আলু চটকে নিয়ে ওই ডাল বাটার মধ্য মিশাতে হবে। অবশ্যই এর সাথে একটা মধু এবং চা চামচ লেবুর রস মিশাতে হবে।

 এবং এটিকে মিশিয়ে মিশ্রণটি তৈরি হবে এই মিশ্রনটিকে আপনার গোপন অঙ্গে 20 মিনিট লাগিয়ে রাখবেন।

এভাবে মিশ্রনটিকে আপনার গোপন অঙ্গের ব্যবহার করলে আস্তে আস্তে আপনার গোপন অঙ্গের লোম দূর হয়ে যাবে। আরো ভালো ফল পেতে সাত দিনের মতো আপনি এটিকে ব্যবহার করবেন।


colgate পেস্ট দিয়ে শরীরের লোম দূর করার পদ্ধতি সম্পর্কে আশা করি আপনি আপনার সঠিক তথ্যটি পেয়েছেন। ভালো লাগলে পোস্টটি শেয়ার করবেন, ধন্যবাদ 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url