নগদ একাউন্ট চেক করার নিয়ম - নগদ একাউন্ট চেক ২০২৩

নগদ একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে আজ এই পোস্ট এ বিস্তারিত আলোচনা করবো। পোস্ট টি শেষ পযন্ত পড়ল আপনি আপনার তথ্য টি পাবেন। 


বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং সেবা হলো নগদ। নগদ দিনদিন বাংলাদেশের সর্বাধিক ব্যবহারকৃত মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে। বর্তমানে বিকাশ একাউন্ট এর মতো নগদ একাউন্ট খোলা খুবই সহজ।

যাদের এখনও পর্যন্ত নগদ একাউন্ট খোলা নেই তারা এখনও নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। নগদের সকল সিস্টেম সকল কিছুই বিকাশের মতো।

আপনি নগদ একাউন্টে দুইভাবে ব্যালেন্স চেক করতে হয় একাউন্ট দেখতে পারবেন। এই নিয়মগুলো পর্যাক্রমে নিচে দেয়া হল।

নগদ একাউন্ট দেখার বা চেক করার নিয়ম

আপনি মূলত দুইটি ভাবে আপনার নগদ একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। ডায়াল করার মাধ্যমে এবং নগদ অ্যাপ এর মাধ্যমে অ্যাকাউন্ট চেক করতে পারবেন।


১.*167#ডায়াল করার মাধ্যমে আপনি আপনার নগদ একাউন্ট চেক করতে পারবেন।

আপনাকে প্রথম আপনার ফোনে ডায়াল অপশনে যেতে হবে। এবং সেখান*১৬৭# ডায়াল করলে কল অপশনে ক্লিক করতে হবে। তারপর নগতের সকল সার্ভিসগুলো আপনি দেখতে পাবেন।

সেখানে দেখতে পারবেন my nagod একটি অপশন দেওয়া আছে। মাই নগদ নাম্বার অপশনে আছে ওই নাম্বার দিয়ে আপনি সেন্ড করলে। 

আপনার সামনে balance enquiry, mini statement, pin change ইত্যাদি আরো কিছু অপশন আপনি দেখতে পাবেন।

balance enquiry এক নম্বর পজিশনে থাকলে 1 লিখে আপনি সেন্ড করে দিবেন। তারপরে আপনার কাছে আপনার পিন নাম্বারটি চাইবে।

পিন নাম্বারটি দিয়ে সেন্ড করলে আপনি আপনার নগদ একাউন্ট এর মেইন ব্যালেন্স টা দেখতে পারবেন।


২. এই প্রক্রিয়ায় আপনি আপনার ফোনের নগর অ্যাপ দিয়ে আপনি আপনার নগদ একাউন্ট চেক করতে পারবেন।

আপনার ফোনে যদি নগদ অ্যাপ থাকে, তাহলে খুব সহজে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

আর যদি আপনার ফোনে নগদ অ্যাপ না থেকে থাকে। তাহলে আপনাকে প্রথম আপনার ফোনের প্লে স্টোরে যেতে হবে। 

তারপর ওখানে সার্চ করতে হবে নগদ অ্যাপ। সার্চ করার পরে আপনার সামনে নগদ অ্যাপ টি ইনস্টল করতে বলবে তারা।

আপনি ইনস্টল এ ক্লিক করে আপনার নগদ অ্যাপস টি ইন্সটল করে নিবেন আপনার ফোনে।

তারপর আপনার যে নাম্বারটি দিয়ে নগদ একাউন্ট খোলা ছিল।ওই নাম্বারটি দিয়ে নগদ অ্যাপ টির ভিতরে আপনার একাউন্ট চালু করবেন। হয়তো আপনি বুজতে পারছেন আপ দিয়ে নগদ একাউন্ট চেক করার নিয়ম টি ।

নগদে স্কুলে‌র উপবৃত্তির টাকা দেখার নিয়ম

সাধারণভাবে আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স কিভাবে চেক করে থাকেন। ঠিক ওই ভাবেই আপনি আপনার স্কুলের উপবৃত্তির টাকা নগদ একাউন্টে আসলে সেম ভাবে চেক করতে পারবেন।

নগদ একাউন্টের স্টেটমেন্ট কিভাবে দেখা যায় সেটি জানার জন্য এই পোস্টটি বিস্তারিত সম্পুর্ন পড়তে থাকুন।

নগদ অ্যাপ এর স্টেটমেন্ট দেখার নিয়ম

আপনি খুব সহজেই নগদ অ্যাপ এর মাধ্যমে আপনার লেনদেনের স্টেটমেন্টটা দেখতে পারবেন। আপনি যদি আপনার নগদ একাউন্ট লগইন করেন তাহলে নিচে একটি বাটন দেখতে পাবেন ট্রানজাকশন এর।

ট্রানজেকশন এ ক্লিক করলে আপনি কার সাথে লেনদেন কত তারিখে লেনদেন করেছেন ইত্যাদি সকল বিস্তারিত তথ্য আপনি খুব সহজে পেয়ে যাবেন।

নগদ একাউন্টের ধরন দেখাও পরিবর্তনের নিয়ম সমূহ

সাধারণত নগদ একাউন্ট দুই ধরনের হয়ে থাকে।

1. সাধারণ একাউন্ট

2. ইসলামিক একাউন্ট

আপনি চাইলে এই দুইটি ধরনের মধ্যে যেকোনো একটি ধরনে আপনার অ্যাকাউন্ট রাখতে পারবেন। 
সে জন্য প্রথমে আপনি আপনার নগদ অ্যাপটি ফোনে ইনস্টল করে আপনার মাই নগদ একাউন্ট অ্যাপ চালু করতে হবে।

একাউন্ট চালু করার পর অ্যাপ এর ডানপাশে আপনি দেখতে পারবেন মাই নগদ একটি অপশন। সেখানে আপনি ক্লিক করলে একাউন্ট টাইপ নামে একটি অপশন পাবেন।

সেখানে এই দুই ধরনের একাউন্ট টাইপ আপনি পেয়ে যাবেন। সেখান থেকে ইচ্ছা করলে আপনি দুই ধরনের মধ্যে যে কোন এক ধরনের অ্যাকাউন্ট রাখতে পারেন।

নগদ অ্যাপ ব্যবহারের সুবিধা

বর্তমান যুগ হলো স্মার্টফোনের যুগ। আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে অনেক কঠিন এবং সময়ের কাজ আপনি খুব সহজে ও কম টাইমে করতে পারবেন।

তাই স্মার্টফোনটি সবার হাতে এসে অনেক কাজই আমাদের সহজ করে দিয়েছে। স্মার্টফোনে নগদ অ্যাপ এর মাধ্যমে আপনি খুবই সহজে আপনার অ্যাকাউন্ট চেক ব্যালেন্স চেক করতে পারবেন।

অথবা send money, cash out, mobile recharge সহ অন্যান্য সকল সুবিধা খুব সহজেই আপনি নগদ অ্যাপ এর মাধ্যমে করতে পারবে। নগদ একাউন্ট চেক করার নিয়ম টি খুব সহজে বুজতে নগদ আপের ভূমিকা অপরিসীম।

নগদ মোবাইল ব্যাংকিং এবং হেল্পলাইন সেন্টার এর নাম্বার

আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে নগদ একাউন্ট এর বিভিন্ন সমস্যায় পড়ি। আর এই সমস্যা গুলোর সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে নগদ কাস্টমার কেয়ারের হেল্পলাইনে যোগাযোগ করতে হয়। তাই নিচে নগতের হেল্পলাইন সেন্টার এর নাম্বার ও ইমেইল দেওয়া হল।

হেল্প নম্বর: ১৬১৬৭ এবং ০৯৬০৯-৬১৬১৬৭

এবং ইমেইল: info@nagod.com.bd

আপনাদেরকে এই পোস্টে নগদ একাউন্ট দেখার নিয়ম কারণ সম্পর্কে জানিয়ে দেওয়া যথেষ্ট চেষ্টা করেছি আমরা। যদি এই লেখা টি আপনাদের কোন উপকারে আসে অবশ্যই একটি কমেন্ট করবেন।

আর যদি পোস্টে কোন ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটি ক্ষমার চোখে দেখবেন। এবং অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে ভুলটি ধরিয়ে দিবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url