এয়ারটেল সিম 4G করার নিয়ম - Airtel 3G সিম 4G করার নিয়ম

এয়ারটেল সিম 4G করার নিয়ম

 

এয়ারটেল সিম 4g করার নিয়ম : সময়ের সাথে তাল মিলিয়ে আপনি হয়তো ভাবছেন আপনার এয়ারটেল সিম টি 3g থেকে 4g কিভাবে করবেন।

এজন্য আপনি আমাদের  পোস্টটি পড়ে জানতে চাচ্ছেন কিভাবে আপনার এয়ারটেল সিম টি 3g থেকে 4g করবেন।

আপনার যদি এই বিষয়ে সঠিক তথ্য জানার থাকে তাহলে এই পোষ্ট টি আপনার জন্য।

পোস্টটির মাধ্যমে আমরা এয়ারটেল সিমের 4g করার নিয়ম সম্পর্কে আলোচনা করব।

পোস্টটিতে দেখানো হয়েছে কিভাবে আপনার এয়ারটেল 3g সিম থেকে 4g করার নিয়ম।

এই নিয়মগুলো সঠিকভাবে মেনে কাজ করলে আপনি আপনার এয়ারটেল 3g সিম 4g বানাতে পারবেন।

এয়ারটেল সিম 4g করার নিয়মাবলী ২০২২

আপনার এয়ারটেল সিম 4g করার নিয়ম মানলে আপনি খুব  সহজে আপনার এয়ারটেল সিমটিকে ৪জি আপডেট করতে পারবেন।

আপনি ইচ্ছা করলে আপনার এয়ারটেল 3g সিমকে 4g করে নিতে পারবেন।

এইজন্য আপনাকে অবশ্যই আপনার কাছের এয়ারটেল সেবা কেন্দ্রে যেতে হবে। এরপর আপনার কাজ কি?

আপনার এয়ারটেল সিম 4G করার নিয়মে রিপ্লেসমেন্ট করতে কত ফ্রী লাগবে? কি পদ্ধতিতে আপনি আপনার এয়ারটেল সিম টি আপডেট করে নিতে পারবেন তা নিচে দেওয়া হল।

১.প্রথমে আপনি আপনার কাছের এয়ারটেল সেবা কেন্দ্রে যেতে হবে ।

২.অবশ্যই আপনি আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ নিয়ে যেতে  হবে।

৩. সিম টি যদি কোনো গ্রাহকের জাতীয় পরিচয় পত্র ছাড়ার রেজিস্ট্রেশন করা থাকে,

তখন বৈধ ভোটার আইডি কার্ড এর ফটোকপি প্রদান করতে হবে।

৪. এয়ারটেল সিমে আপগ্রেড করতে ২০০ টাকা খরচ হবে।

 এয়ারটেল সিম টি 4g তে আপডেট করলে আপনি দ্রুত গতির ইন্টারনেট প্রয়োগ করতে পারবেন।  এয়ারটেল ফোরজিতে সেরা কলিং এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন ।

এয়ারটেল সিম 4G করার নিয়ম-সম্পর্কে এয়ারটেল কোম্পানীর মন্তব্য

বর্তমান সময়ে এয়ারটেল বাংলাদেশের একটি অন্যতম সেরা নেটওয়ার্ক।এয়ারটেল কোম্পানি এখন নিজেরাই তাদের পূর্বের 2g/3g গ্রাহকদের এয়ারটেল সিম 4G করার নিয়ম মেনে আপডেট করে নেওয়ার জন্য উৎসাহিত করছে এখন।

বর্তমান সময়ে এয়ারটেল 4g দেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক কভারেজ তৈরি করছে। তাই এয়ারটেল ফোরজি সিম টি আপনার দৈনন্দিন জীবনে বা কাজকে দ্রুতগতিতে করতে সাহায্য ও সহযোগিতা করবে। তাই মানুষ বর্তমান সময়ে তার নিজের এয়ারটেল সিম কে 4g করার নিয়ম জানতে এখন আগ্রহ জমিয়েছে।

এয়ারটেল সিম 4g করার নিয়ম এর পাশাপাশি এয়ারটেল সিম বন্ধ করার নিয়ম সম্পর্কে এখন অনেক গ্রাহকগণই জানতে চাচ্ছেন । 

বর্তমান সময়ে এয়ারটেল গ্রাহকগণ তার সিমটিকে আপডেট করলে ৭ জিবি ইন্টারনেট বোনাস পাবে।

এয়ারটেল সিম 4g করার নিয়ম এর পাশাপাশি এয়ারটেল সিম বন্ধ করার নিয়ম সম্পর্কে এখন অনেক গ্রাহকগণই জানতে চাচ্ছেন । বর্তমান সময়ে এয়ারটেল গ্রাহকগণ তার সিমটিকে আপডেট করলে  জিবি ইন্টারনেট বোনাস পাবে।

আধুনিক যুগে তাই আপনার হাতের সকল কাজ হবে আগের থেকে অনেক দ্রুত তম অন দৈনন্দিন জীবন হবে অনেক স্বচ্ছ আগে  অবস্থা থেকে।

আপনার এয়ারটেল 3g সিম টি আপডেট করে ফোরজিতে আনার পর আপনার এয়ারটেল 4g সিমে ফোরজি অফার প্রয়োজন হবে । নিচে এয়ারটেল ফোরজি সিমের বান্ডেল অফার অন্যান্য অফার দেওয়া হল।

এয়ারটেল ৯৮ টাকায় বান্ডিল অফার

বর্তমান সময়ে এয়ারটেল নিয়ে এসেছে মাত্র ৯৮ টাকায় টকটাইম, ইন্টারনেট এবং ইন্টারটেইনমেন্ট এজন্য দারুন-দারুন বান্ডেল অফার মাত্র ৯৮ টাকায়।

এয়ারটেল ৯৮ টাকার অফার রয়েছে ১.৫ জিবি ইন্টারনেট, ৫০ মিনিট টকটাইম সকল নাম্বারের জন্য এবং ৫০ টি এস এম এস রয়েছে।

এয়ারটেল সিমের এই অফারটি নিতে হলে আপনাকে 98 টাকা রিচার্জ করতে হবে এবং *১২১*০৯৮# এই কোড ডায়াল করতে হবে।

৪৮পয়সা/মিনিট কল রেট   

এয়ারটেল সিম 4G করার নিয়ম মেনে আপনার আপডেট কৃত সিমটিতে যে যে অফারের সুবিধা পাবেন। 
 
আপনার আপডেট কৃত এয়ারটেল ফোরজি সিমে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করার মাধ্যমে যেকোনো লোকাল নাম্বারে পয়সা/মিনিট।

***Airtel সিমে ২৪ টাকা রিচার্জে ৪৮ পয়সা/ মিনিট কল রেট যেকোনো লোকাল নাম্বারে, মেয়াদ থাকবে ৬ দিন ।

***Airtel সিমে ৪২ টাকা রিচার্জে ৪৮ পয়সা/ মিনিট কল রেট যেকোনো লোকাল নাম্বারে,মেয়াদ থাকছে ১৪ দিন।

***এয়ারটেল সিমে ৯৮ টাকা রিচার্জে ৪৮ পয়সা/ মিনিট কল রেট যেকোনো লোকাল নাম্বারে,মেয়াদ থাকছে ৩০ দিন।

***এয়ারটেল সিমে ১৩৩ টাকা রিচার্জে ৪৮ পয়সা/ মিনিট কল রেট যেকোনো লোকাল নাম্বারে,মেয়াদ থাকছে ৬০ দিন।

অফারটি শর্তাবলী 

এয়ারটেল সিম 4G করার নিয়ম সম্পর্কে উপরে যে কথা গুলোর কথা আমি বললাম। এই অফার গুলো এয়ারটেল 4G প্রিপ্রেইড গ্রাহকদের জন্য । শুধুমাত্র এয়ারটেল প্রিপ্রেইড গ্রাহক ২৪ টাকা, ৪২ টাকা, ৯৮ টাকা ও ১৩৩ টাকা রিচার্জের মাধ্যমে সব অফার গুলো নিতে পারবেন।

শুধুমাত্র লোকাল নাম্বারে এই স্পেশাল কলরেট গুলো  প্রযোজ্য হয়ে থাকবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আপনি একাধিকবার অফার নিতে পারবেন। একাধিক রিচার্জ এর ক্ষেত্রে,আপনার জন্য দীর্ঘতর মেয়াদী একটিভ থাকবে।

২৪ টাকা, ৪২ টাকা, ৯৮ টাকা, ও ১৩৩ টাকা রিচার্জ করার পর ইন্সট্যান্টলি বিশেষ কলরেট অফারটি একটিভ হবে আপনার ফোনে।

সেই ক্ষেত্রে আপনার স্পেশাল কলরেট পাওয়ার জন্য বোনাস মিনিট বোনাস বান্ডেল আগে শেষ হবে তারপর আপনি আবার সেই নির্দিষ্ট কোন অফার নিতে পারবেন।

শেষ কথা:

এয়ারটেল সিম 4G করার নিয়ম বা Airtel 3G সিম 4G করার নিয়ম সম্পর্কে আশা করি আপনাদের কে সঠিক তথ্য দিতে পেরেছি। আশা করি পোস্টি পড়ে আপনি খুব সহজে আপনার এয়ারটেল সিমটি  4G করে নিতে পারবেন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url