ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র
আজ আমরা এই পোস্টে ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র এবং ই পাসপোর্ট আবেদন করার নিয়ম ও ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২২, ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম, ই পাসপোর্ট আবেদন ফরম pdf, ই পাসপোর্ট আবেদন ফরম, ৫ ও ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি, ই পাসপোর্টের বর্তমান অবস্থা, ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২২, ই পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে, ই পাসপোর্টের সুবিধা এই সকল বিষয়ে এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো।
ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র সমূহ
আপনারা যারা নতুন ই পাসপোর্ট করতে চান তাদের কিছু কাগজ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। সেই কাগজ পাতি গুলো হলো এন আইডি কার্ড বা স্মার্ট কার্ডের ফটোকপি, আপনার জাতীয় পরিচয় পত্রের মূল কপি অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাতে হবে। আপনি যদি ১৮ বছরের নিচে হন তাহলে অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, এবং বাবা মার ছবি ওগো এনআইডি কার্ড এর ফটোকপি জমা দিতে হবে।
ই পাসপোর্ট করার প্রয়োজনীয় এই সকল কাগজপত্র আপনার দরকার হবে। এজন্য অবশ্যই এই সকল প্রয়োজনীয় কাগজপত্র ভালো হবে বুঝিয়ে রাখতে হবে না হলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন না।
ই পাসপোর্ট অনলাইন আবেদন ফরম
আমাদের মধ্যে অনেকে আছেন যারা ই পাসপোর্ট আবেদন ফরম খুঁজে থাকেন কিভাবে ফর্মটি পূরণ করতে হয় সেটা দেখার জন্য। নিচে ই পাসপোর্ট আবেদন ফরমটি দেওয়া হয়েছে। এটি দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার কোন জায়গায় কোন তথ্যটি প্রদান করতে হবে।
ই পাসপোর্ট আবেদন ফরম PDF
যারা ই পাসপোর্ট অনলাইন আবেদন ফরম PDF খুজতেছেন। এখন আমি তাদেরকে ই পাসপোর্ট আবেদন ফরম এর PDF ফাইলটি দিব। সাধারণত এই আবেদন ফরমটি শুধুমাত্র বাংলাদেশ সচিবালয়ের পাসপোর্ট অফিসে ই- পাসপোর্ট এর আবেদন কারীদের জন্যই প্রযোজ্য হবে।
যদি আপনি বাংলাদেশের সচিবালায় আবেদনের যোগ্য হন, তাহলে শুধুমাত্র আপনি এই ফর্মটি ডাউনলোড করুন এবং প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করুন এবং সকল কিছু তালিকাভুক্তভাবে উপস্থাপন করুন। ফর্মটি ডাউনলোড করার পরে আপনার সকল পারসোনাল ইনফরমেশন পূরণ করে আপনি খুব সহজে ই পাসপোর্ট এর জন্য সচিবালয়ে আবেদন করতে পারবেন।
ই পাসপোর্ট আবেদন করার নিয়ম
এখন আমি ই পাসপোর্ট আবেদন করার নিয়ম সম্পর্কে কথা বলব। আপনাকে প্রথমে ই পাসপোর্ট এর আবেদন করতে হলে প্রথমেই www.epassport.gov.bd এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এবং ওখানে যাওয়ার পর ওই ওয়েবসাইটে আপনাকে পার্সোনাল ইমেইল দিয়ে একটি একাউন্ট করে নিতে হবে। আপনার একাউন্টে লগইন করার পরে আপনি Directly to online application ক্লিক করতে হবে আপনাকে।
এবার আপনাকে প্রথম ধাপে আপনার বর্তমান ঠিকানা জেলা শহর থানা নির্বাচন করে ক্লিক করতে হবে। এরপর আপনাকে ব্যক্তিগত তথ্য ইট পাসপোর্ট এর মূল ফরমটি পূরণ করে সাবমিট করে দিতে হবে। এরপরে ধাপে মেয়াদ ও পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা অনুযায়ী ফি জমা দিতে হবে আপনাকে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করতে হবে।
ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম
ই পাসপোর্ট জমা দেয়ার নিয়ম হলো, আপনাকে ই পাসপোর্ট এর টাকা জমা দেয়ার সময় অবশ্যই ১৫ % ভ্যাটসহ আপনাকে টাকা জমা দিতে হবে পাসপোর্ট এর।আর অবশ্যই আবেদন করার আগে ই পাসপোর্ট এর ফি অনলাইনে পেমেন্ট করে দিতে হবে।
তাছাড়াও আপনি ইচ্ছা করলে প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বাংলা এশিয়া ও ঢাকা ব্যাংকের যে কোন শাখা এবং সোনালী ব্যাংক, যশোর কর্পোরেট শাখায় ই পাসপোর্ট এর ফ্রি জমা দিতে পারবেন।
ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২২
আপনি যদি এই পোস্টটি প্রথম থেকে এই পর্যন্ত পড়ে আসেন । তাহলে অবশ্যই আপনি জেনে গেছেন যে ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ কত লাগবে সকল সম্পর্কে। পোষ্টের উপরে পাসপোর্ট আবেদন করার নিয়ম, জমা দেয়ার নিয়ম, কিভাবে পাসপোর্ট এর টাকা জমা দিতে হবে সকল সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। যদি আপনি পোস্টটি মনোযোগ সহকারে বিস্তারিত না পড়ে থাকেন । তাহলে আপনি এখনই পোস্টটি শুরু থেকে মনোযোগ সহকারে বিস্তারিত পড়ে নিন।
৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি
৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি সমূহ জেনে নিন।
- ৪৮ পাতার ‘অতি জরুরি পাসপোর্ট’ দুদিনে নিতে হলে আপনাদের ফি দিতে হবে ৭ হাজার ৫০০ টাকা।
- ৪৮ পাতার ‘জরুরি পাসপোর্ট’ সাত দিনে নিতে হলে আপনাদের ফি দিতে হবে ৫ হাজার ৫০০ টাকা।
- ৪৮ পাতার ‘সাধারণ পাসপোর্ট’ ১৫ দিনে নিতে হলে আপনাদের ফি দিতে হবে ৩ হাজার ৫০০ টাকা।
১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি
১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি সমূহ জেনে নিন।
- ৪৮ পাতার ‘সাধারণ পাসপোর্ট’ ১৫ দিনে নিতে হলে আপনাদের ফি দিতে হবে ৫ হাজার টাকা।
- ৪৮ পাতার ‘জরুরি পাসপোর্ট’ সাত দিনে নিতে হলে আপনাদের ফি দিতে হবে ৭ হাজার টাকা।
- ৪৮ পাতার ‘অতি জরুরি পাসপোর্ট দুদিনে নিতে হলে আপনাদের ফি দিতে হবে ৯ হাজার টাকা।
ই পাসপোর্টের বর্তমান অবস্থা
ই পাসপোর্ট চেক বা ই পাসপোর্টের বর্তমান অবস্থা করার জন্য একটি ঘরোয়া পধতি যেমন আপনাকে মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করতে হবে , MRP <স্পেস> Enrollment ID এবং পাঠিয়ে দিন 6969 নাম্বারে পরবর্তী মেসেজের মাধ্যমে পাসপোর্টের যাবতীয় তথ্য জানতে পারবেন।
ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২২
জরুরী ক্ষেত্রে পাসপোর্ট ফিঙ্গার দেওয়া হয়ে গেলে, ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে ২ কার্য দিবসের মধ্য পেয়ে যাবেন। আর অতি জরুরী ক্ষেত্রে পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে সাত বা দশ কার্য দিবসে মধ্য পেয়ে যাবেন। আর মূলত সাধারণভাবে পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার তারিখ থেকে ১৫/২১ কার্য দিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়।
ই পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে
বর্তমান সময়ে ই পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে সে জেলার গুলো হল
- ঢাকা ক্যান্টনমেন্ট
- গাজীপুর
- আগারগাঁও
- ময়মনসিং
- বাংলাদেশ সচিবালয়
- পররাষ্ট্র মন্ত্রণালয়
- কুমিল্লা
- চাদগাঁও
- নরসিংদী
- ফেনী
- গোপালগঞ্জ
- মানিকগঞ্জ
- সুনামগঞ্জ
- নোয়াখালী
- সিলেট
- হবিগঞ্জ
- গাইবান্ধা
- মৌলভীবাজার
- যাত্রাবাড়ি
এবং এই বছর হয়তো সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের মধ্যে যে জেলাগুলো ই পাসপোর্ট সেবায় উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে সেগুলো হল
- যশোর
- ব্রাহ্মণবাড়িয়া
- কুষ্টিয়া
- খুলনা
- রাজশাহী
- বগুড়া
- রংপুর
- চট্টগ্রাম
- চাঁপাইনবাবগঞ্জ
- পটুয়াখালী
- দিনাজপুর
- বরিশাল
- জয়পুরহাট
শেষ কথা
আশা করি এই পোস্টে ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র এবং ই পাসপোর্ট আবেদন করার নিয়ম ও ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২২, ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম, ই পাসপোর্ট আবেদন ফরম pdf, ই পাসপোর্ট আবেদন ফরম, ৫ ও ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি, ই পাসপোর্টের বর্তমান অবস্থা, ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২২, ই পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে, ই পাসপোর্টের সুবিধা এই সকল বিষয়ে আপনাদের কে সঠিক তথ্য টা দিতে পেরেছি।