ফি আমানিল্লাহ এর জবাব কি - ফি আমানিল্লাহ কেন বলা হয়

ফি আমানিল্লাহ এর জবাব কি? ফি আমানিল্লাহ অর্থ কি? ফি আমানিল্লাহ কেন বলা হয়, কেউ দোয়া চাইলে কি ফি আমানিল্লাহ বলা যাবে, ফি আমানিল্লাহ এর বাংলা শব্দের অর্থ কি? এ সকল প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন এবং আমাদের সাথে থাকুন।




ফি আমানিল্লাহ মানে কি

আমাদের মধ্যেও আমরা অনেকেই কাউকে দোয়া করার জন্য বা কেউ কোথায় যাত্রা করলে তার পথযাত্রা যেন শুভ এবং ভালো হয় সেজন্য আমরা বলে থাকি ফি আমানিল্লাহ। আমাদের মধ্যেও অনেকেই আছেন যারা ফি আমানিল্লাহ এর বাংলা অর্থ বুঝে বলে থাকে। কিন্তু আবার অনেকে আছেন যারা ফি মানিলা অর্থ না জেনে না বুঝে বলে থাকে। যদি আপনি  ফি আমানিল্লাহ অর্থ না জেনে থাকেন বা না জেনে বলেন তাহলে আপনার এতে সুবিধা থেকে অসুবিধাই বেশি পোহাতে হবে।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফি মহানিল্লা কোথায় কখন বলতে হবে সেটা জানেন না। এজন্য আপনাকে সর্ব প্রথম ফি আমানিল্লাহ এর সঠিক ব্যবহার জানতে হলে আগে আপনাকে জানতে হবে যে ফি আমানিল্লাহ অর্থ কি ফি আমানিল্লাহ এর জবাব কি এবং ফি আমানিল্লাহ কেন বলা হয়। কেউ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলা যাবে কি, ফি আমানিল্লাহ এর বাংলা অর্থসহ সকল তথ্য জানতে হলে আপনাকে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে।

ফি আমানিল্লাহ অর্থ কি - ফি আমানিল্লাহ এর জবাব কি

ফি আমানিল্লাহ শব্দের অর্থ হলো আপনাকে আল্লাহ নিরাপত্তাই দিয়ে দিলাম, তিনি যেন আপনাকে বিপদে-আপদে নিরাপদ রাখে। আপনার কাছে যদি কেউ অনির্দিষ্টকালের জন্য দোয়া চাই তাহলে অবশ্যই আপনি তার জন্য ফি আমানিল্লাহ বলতে পারেন। আবার যদি কেউ কোথাও ভ্রমণ করার উদ্দেশ্য যাতে করে সে ক্ষেত্রে আপনি তাকে দেখে ফি আমানিল্লাহ দোয়াটি দিতে পারেন।

ফি আমানিল্লাহ এর জবাব কি - কেউ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলা যাবে কি


যেহেতু আমরা জেনেছি ফি আমানিল্লাহ শব্দের অর্থ হল আপনাকে আল্লাহর নিরাপত্তা দিয়ে দিলাম , তিনি যেন আপনাকে বিপদে-আপদে নিরাপদে রাখেন। আর আপনার সামনে যদি কেউ ফি আমানিল্লাহ শব্দটি ব্যবহার করে থাকে তাহলে এর প্রতি উত্তর আপনি কি বলবেন। আসলে ফি আমানিল্লাহ শব্দটির কোন প্রতি উত্তর বা জবাব নাই। তাই আপনার সামনে কেউ যদি ফি আমানিল্লাহ বলে তাহলে এর প্রতি উত্তরে আপনাকে কিছু না বললেও হবে।

ফি আমানিল্লাহ কেন বলা হয় - ফি আমানিল্লাহ অর্থ কি

আমরা জেনেছি যে ফিআমানিল্লাহ অর্থ হলো আপনাকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিলাম, তিনি যেন আপনাকে বিপদে আপদে নিরাপদে রাখেন। আর ফি আমানিল্লাহ কেন বলা হয় জানেন না? তাহলে এখন আমি বলব কেন ফি আমানিল্লাহ বলা হয়। কেউ যদি আপনার কাছে অনির্দিষ্টকালের জন্য দোয়া চাই তাহলে আপনি তার উদ্দেশ্য করে ফি আমানিল্লাহ বলতে পারেন। আবার কেউ যদি ভালো কাজের উদ্দেশ্য করে কোথাও ভ্রমণ করতে যায় বা যাত্রা শুরু করে সে ক্ষেত্রে সে ব্যক্তিকে দেখে আপনি ফি আমানিল্লাহ বলে দোয়া করতে পারেন। সাধারণত কেউ যদি ভালো কাজ করে এবং সে উদ্দেশ্যে দোয়া চাই তাহলে আপনি অবশ্যই তার জন্য ফি আমানিল্লাহ দোয়াটি করে দিতে পারেন।

ফি আমানিল্লাহ এর বাংলা অর্থ কি - কেউ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলা যাবে কি

আমরা জেনেছি যে ফি আমানিল্লাহ শব্দের অর্থ আপনাকে আল্লাহ নিরাপত্তায় ছেড়ে দিলাম এবং তিনি আপনাকে বিপদে আপদে নিরাপদে রাখবেন। এই কথাটি সাধারণত বেশিরভাগ কোন ব্যক্তি কোনো ভালো কাজের উদ্দেশ্য যাত্রা করলে , যত উদ্দেশ্যে দোয়া চাইলে তখন এই দোয়াটি বলা যাবে। অবশ্যই কেউ যদি আপনাকে বিদায় কালে ফি আমানিল্লাহ বলে তাহলে আপনাকে বুঝতে হবে যে  আল্লাহ আপনাকে হেফাজতে রাখার কথা বলেছে। হাদিসে একটি ভালো দোয়া রয়েছে যদি আপনি এই দোয়াটি পড়েন:

উচ্চারণ: আসতাও দিউল্লাহা  ব্দিনাকুম, ওয়া আমানাতাকুন, ওয়া খাওয়াতিমা আ, মালিকুম।

অর্থ: আমি আল্লাহর নিকট তোমাদের দিন, আমানত ও সর্বশেষ আমলের হেফাজত এর জন্য দোয়া করছি।

এই দোয়াটি আপনি যদি সম্পূর্ণ পড়তে না পারেন সে ক্ষেত্রে আপনি শুধু "আসতাও দিউল্লাহা" বলতে পারেন। এই শব্দের মানে হলো তোমাকে আমি আল্লাহর হাওলা করছি। তবে যে শুধু ফি আমানিল্লাহ বলা যাবে না ব্যাপারটি কিন্তু এমন নয়। অবশ্যই ফি আমানিল্লাহ বলা যাবে কিন্তু হাদিসে রয়েছে উপরোক্ত দোয়াটি পড়া আরো বেশি সওয়াব।

ফি আমানিল্লাহ আরবি- ফি আমানিল্লাহ ইংরেজি কি

আসলে ফি আমানিল্লাহ এর কোন ইংরেজি পরিভাষা নেই। আপনি যদি ঘুম থেকে উঠে কাউকে "গুড মর্নিং" বলে থাকেন তাহলে এই গুড মর্নিং এর বলে কোন লাভ হয় না। কারণ এর মাধ্যমে আপনি কোন সওয়াব কামাতে পারবেন না। এবং আপনি রাতে ঘুমিয়ে যাওয়ার আগে "গুডনাইট" বলে থাকেন। এক্ষেত্রে আপনি কখনো সওয়াব কামাতে পারবেন না। 

এই সকল কিছু পরিবর্তে আপনি যদি ফিমানিল্লা কথাটির ব্যবহার করেন তাহলে অবশ্যই প্রত্যেকবারই আপনি নেকি পাবেন। এইজন্যেই আপনি যদি ঘুম থেকে উঠে বাড়াতে ঘুমানো যাওয়ার আগে ফি আমানিল্লাহ শব্দটি ব্যবহার করেন তাহলে আপনার আমলে নেকি ঢুকতে থাকবে। এতে করে আপনার সোয়াবের পাল্লা দিন দিন আপনার আমলনামায় ঢুকতে থাকবে। তাই আপনি সকালে ঘুম থেকে ওঠার সময় এবং রাতে ঘুমানো যাওয়ার আগে ফি আমানিল্লাহ শব্দটি ব্যবহার করতে শিখুন।

ফি আমানিল্লাহ জবাব কি - ফি আমানিল্লাহ কেন বলা হয় - ফি আমানিল্লাহ অর্থ কি - ফি আমানিল্লাহ আরবি

আপনারা হয়তো এতক্ষণে জানতে পেরেছেন ফি আমানিল্লাহ শব্দের অর্থ কি। আমাদের মধ্যে যারা এতদিন বুঝতেন না যে ফি আমানিল্লাহ শব্দটি কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হবে তারাও বুঝে গেছেন । কেউ আপনার কাছে যদি দোয়া চাই বা কোন ভালো কাজের উদ্দেশ্যে যাত্রা করার সময় বিদায় ক্ষণে আপনি তাকে ফি আমানিল্লাহ বলতে পারেন। 

আশা করি ফি আমানিল্লাহ শব্দের সকল অজানা তথ্য আপনাদের দিতে পেরেছি। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url