ইনশাআল্লাহ এর জবাব কি - ইনশাআল্লাহ এর প্রতি উত্তরে কি বলতে হয়
ইনশাআল্লাহ এর জবাব কি বলতে হয় তা অনেকেই জানেন না। ইনশাআল্লাহ এর প্রতি উত্তরে কি বলতে হয় তা জানতে চাইলে এই পোস্টটি সাথেই থাকুন। ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ কোনটি সঠিক হবে তা জানুন। আপনি সব সময় ইনশাল্লাহ লিখতে পারবেন না। অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ লেখার নিয়ম জানতে হবে। ইনশাআল্লাহ লেখার নিয়ম জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই পোস্ট মাধ্যমে জানতে হবে। ইনশাআল্লাহ সঠিক বাংলা বানান জানতে হলে আপনাকে এই পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে।
তাই ইনশাআল্লাহ এর জবাব কি, ইনশাআল্লাহ এর প্রতি উত্তরে কি বলতে হয়, ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ, ইনশাল্লাহ শব্দটির সঠিক বাংলা বানান এসব নিয়ে বিস্তারিত জানতে পোস্টে পড়া শুরু করুন এবং আমাদের সাথেই থাকুন।
ইনশাল্লাহ এর জবাব কি - ইনশাল্লাহ এর অর্থ কি - inshallah meaning
ইনশাআল্লাহ শব্দটি আমরা প্রায় সব সময় সচরাচর ব্যবহার করে থাকি। ইনশাল্লাহ শব্দের অর্থ হল আল্লাহর ইচ্ছা বা আল্লাহ যদি চান। সাধারণত ভবিষ্যতে কোন কাজ হবে বলে যদি আশা করা হয় সেই ক্ষেত্রে ইনশাল্লাহ বলা হয়। তাই আল্লাহ কখন কি করবেন তাকেও জানে না বলতেও পারবেনা। আল্লাহর ইশারা বা কথা ছাড়া দুনিয়ার কোন গাছের একটি পাতাও নড়ে না। আল্লাহ ছাড়া কেউ জানেন না যে আগামী এক মিনিটে মধ্য কি ঘটবে বা কি হতে পারে। যখন আপনি কোন কাজে জন্য কথা দিবেন তখন আপনি জানেন না ভবিষ্যতে আপনার ওই কাজটি ভালোভাবে সম্পূর্ণ বা শেষ হবে কিনা। আপনি কাজটি থেকে কেমন ফলাফল আশা করছেন সেরকম ফলাফল আপনি পেতেও পারেন বা নাও পেতে পারেন। কারণ আল্লাহ ইচ্ছায় সব কিছু হয়।
অবশ্যই আল্লাহ তায়ালা একমাত্র যিনি জানেন যে আপনার কোন জিনিসে ভালো হবে আর কোন জিনিসে মন্দ হবে। এইসব ভেবে আপনি বসে থাকলে চলবে না। আপনাকে অবশ্যই ফলাফল পাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে সর্বদা ও সবসময়। আল্লাহ যা করবেন আপনার আমার সবাই যেন ভালই করবেন এটির উপর সর্বদা দৃড় বিশ্বাস রাখতে হবে। ইনশাআল্লাহ অর্থ আল্লাহ যদি চান। তাই অবশ্যই আপনি ভবিষ্যতে কোন রকম কাজ করতে গেলে অবশ্যই ইনশাল্লাহ ব্যবহার করবেন। ইনশাআল্লাহ বলা সুন্নত। ইনশাআল্লাহ এর প্রতি উত্তরে কি বলতে হয় জানতে হলে পোস্টটির সাথেই থাকুন।
ইনশাআল্লাহ এর প্রতি উত্তরে কি বলতে হয় - কেউ ইনশাআল্লাহ বললে কি বলতে হয়
ধরুন আপনার সামনে কেউ একটি কাজ করবে যার জন্য সে আপনার সামনে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করল। এখন আপনাকে অবশ্যই এই ইনশাআল্লাহ শব্দটির জবাব টি দিতে হবে। আপনি কি ইনশাল্লাহ এর প্রতি উত্তরে কি বলতে হয় তা জানেন না? তাহলে কোন সমস্যা নেই এখন আমরা এই জবাবটি জানিয়ে দিব। আপনার সামনে কেউ যদি ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করে, তাহলে এর প্রতি উত্তরে আপনাকে বলতে হবে -জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইরান শব্দের অর্থ টি হল - আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দান করুক, আপনার সাথে সর্বদা উত্তম ও ভালো কাজ হোক।
এইজন্য সর্বদা কোন ব্যক্তি যদি আপনার সামনে কোন কাজের উদ্দেশ্য করে ইনশাআল্লাহ কথাটি ব্যবহার করে। তাহলে অবশ্যই আপনাকে তার প্রতি উত্তরে জাযাকাল্লাহ খাইরান বলতে হবে। জাযাকাল্লাহ খাইরান বললে আপনি সেই ব্যক্তিকে বললেন যে আল্লাহ আপনার উপর সর্বদা উত্তম জিনিস বর্ষিত করুক। এবং আপনাকে পুরস্কার দান করুক। হয়তো আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ বললে এর প্রতি উত্তরে আপনাকে কি বলতে হবে। তাই সর্বদা কেউ যদি আপনার সামনে ইনশাআল্লাহ কথাটি ব্যবহার করলে এর প্রতি উত্তরে আপনাকে বলতে হবে জাযাকাল্লাহ খাইরান। ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ , এবং ইনশাল্লাহ লেখার নিয়ম সম্পর্কে জানতে হলে এই পোষ্টের সাথেই থাকুন।
ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ - ইনশাল্লাহ লেখার নিয়ম - inshallah meaning in english
আমাদের মধ্যেও ইনশাল্লাহ লেখা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমাদের মধ্যে অনেকের মনে হয় ইনশাআল্লাহ লেখা উচিত নয়। কারণ অনেকেই ইনশাআল্লাহ এবং ইনশাইল্লাহ এর পার্থক্য বুঝতে পারেন না। ইনশাআল্লাহ শব্দের অর্থটি হলো আল্লাহ যদি চান। আর ইনশাইল্লাহ শব্দের অর্থ টি হল Creste Allah। ইনশাআল্লাহ শব্দটি আরবিতে লেখার হয় তিন ভাগে ভাগ করে। ইনশাআল্লাহ এর শব্দটির আরবি অর্থ আল্লাহ যদি চান। এই কথাটি তিনটি ভাগে ভাগ করা। এইজন্য সব থেকে ভালো হয় যে আপনি যদি ইনশাআল্লাহ শব্দটি "ইন শা আল্লাহ" ঠিক এভাবেই লিখবেন।
এইজন্য শুদ্ধভাবে যদি আপনি আরবি অনুযায়ী ইনশাআল্লাহ লিখতে চান তাহলে" ইন শা' আল্লাহ" এভাবে লিখবেন। কারণ হলো আরবি শাহ এরপরে একটি হামজার এসে যা বাংলায় লেখা সময় "শা" এভাবে লিখতে হয়। আর ইংরেজিতে ইনশাআল্লাহ লেখা নিয়ম হলো In Shaa Allah। আমি যে লেখাটি লিখেছি এটা আরবি অনুযায়ী ইংরেজিতে সবচেয়ে শুদ্ধ উপায়ে লেখা। তাই আরবি নিউ অনুযায়ী সবথেকে শুদ্ধভাবে ইনশাআল্লাহ লেখার নিয়ম হলো In Shaa Allah।
ইনশাল্লাহ এর জবাব কি - ইনশাআল্লাহ সঠিক বাংলা বানান - ইনশাল্লাহ লেখার নিয়ম
আপনি যদি কাউকে কোন কিছুর প্রতিশ্রুতি দেওয়ার সময় ইনশাল্লাহ বলে থাকেন। আপনি যদি ভবিষ্যতে কোন কাজের কথা বলেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি ইচ্ছা করেন বা আল্লাহ যদি চান। এজন্য আল্লাহর উপর পুরোপুরি বিশ্বাস ও ভরসা রেখে কোন কাজ করতে গেলেই সব সময় ইনশাল্লাহ বলা উচিত। আপনার সামনে কোন ব্যক্তি ভবিষ্যৎ কাজের জন্য যদি ইনশাআল্লাহ বলে তাহলে ইনশাআল্লাহ এর জবাব হলো জাযাকাল্লাহ খাইরান বলবেন। একে বলার মাধ্যমে আপনি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে উত্তম জিনিস এবং আল্লাহ তাকে তার উদ্দেশ্যে সফল করুক এটি কামনা করলেন।
ইনশাআল্লাহ এর প্রতি উত্তরে কি বলতে হয় এবং ইনশাল্লাহ লেখার নিয়ম ও ইনশাল্লাহ শব্দের অর্থ কি জানতে এই পোস্টটি পুরো পড়ুন। ইনশাল্লাহ বলাটা সুন্নত এবং ইনশাআল্লাহ বলার মাধ্যমে আল্লাহর উপর ইবাদত করা হয়। আপনি দিনে যতবার আল্লাহর উপর ইবাদত করবেন তত নেকি অর্জন করবেন এবং পরকাল জীবন ও তত বেশি সুন্দর হবে। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।