লেবু দিয়ে চুল সিল্কি করার উপায় জেনে নিন
আপনারা অনেকেই ইন্টারনেটে সার্চ করে জানতে চেয়েছেন লেবু দিয়ে চুল সিল্কি করার উপায়। লেবু দিয়ে চুল সিল্কি করার উপায় সহ, লেবু দিয়ে চুলের যত্ন, কিভাবে চুলে লেবু ব্যবহার করতে হয়, ইত্যাদি সম্পর্কে জানতে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
চুল সকলের একটি মূল্যবোধ সম্পদ। এই চুলে যত্নের জন্য আমরা বাজার থেকে কত রকম কত কিছু কিনে আনি। চুলকে ভালো রাখতে বাজার থেকে স্পেশাল শ্যাম্পু আয়ুর্বেদিক ইত্যাদি আমরা কিনে থাকি। কিন্তু চুলের যত্নে নিতে প্রাকৃতিক উপাদানের ভূমিকা ও কম নয়। লেবু লেবু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। চুলের যত্নে লেবু অসাধারন কাজ করে। তাই লেবু দিয়ে চুল সিল্কি করার উপায় সম্পর্কে জানতে পোষ্টটি পড়তে থাকুন।
লেবু দিয়ে চুল সিল্কি করার উপায় জানুন
চুলের যত্নে এবং চুল সিল্কি করার জন্য লেবু যে কার্যকর ভূমিকা পালন করে তা ব্যবহার করে দেখলে বুঝতে পারবেন। লেবু ব্যবহার করার পরে আপনার চুল ঝলমলে ও কালো হবে। যা দেখার পর আপনি চুলে লেবু ছাড়া কিছু ব্যবহার করবেন না। এছাড়াও আমাদের চুলের তিনটি কমন প্রবলেম আছে যা লেবু ব্যবহারে খুব সহজে এই প্রবলেমগুলো নির্মূল করে। লেবু চুলে যে তিনটি কমন প্রবলেম নির্মূল করে সেগুলো হলো
১. হেয়ার গ্রোথ
২. খুশকি দূর করতে
৩. সিল্কি ও ঝলমলে চুল পেতে
১. হেয়ার গ্রোথ
আমাদের মধ্যে অনেকের এমন অভিযোগ আছে যে তার চুল বাড়ে না। আর লেবু কিন্তু এই অভিযোগে একটি দারুণ সমাধান দিতে পারে।
- প্রথমে আপনি ৫ টেবিল চামচ মেহেদির ঘোড়ার সঙ্গে একটি ডিম ভেঙ্গে মিশিয়ে নিন। এবং এর সাথে সামান্য পানি মিশাতে পারেন পরিমাণ মতো যেন খুব ঘন না হয়ে যায়। এরপর আপনাকে অর্ধেক লেবুর রস দিতে হবে। এরপরে মাথার স্ক্যাল্প থেকে শুরু করে আপনার চুলে ভালোভাবে লাগান। এবং এই প্যাকটি মাথায় দিয়ে অন্তত এক থেকে দেড় ঘন্টা থাকতে হবে। এবং শুকিয়ে গেলে চুলগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি অন্তত মাসে একবার ব্যবহার করতে পারবেন।
- আপনাকে প্রথমে এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ ডাবের পানি মিশিয়ে নিয়ে শুধুমাত্র মাথায় স্ক্যাল্পে লাগাতে হবে। এবং এই প্যাক বিশ মিনিট মাথায় রাখার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি আপনি সপ্তাহে একবার লাগাতে পারবেন।
২. খুশকি দূর করতে
আমাদের মধ্যেও অনেকে আছেন যারা সারা বছরই খুশকি সমস্যায় ভুগছেন। কারো কারো আবার শীতের সময়ও খুশির সমস্যা হয়। খুশকি শীতে হোক বা গরমে হোক আপনার ঘরে লেবু থাকলেই আপনি খুশকি সমস্যা থেকে বাঁচতে পারবেন।
- আপনাকে প্রথমে দুই টেবিল চামচ লেবুর রস এবং সাইট টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার ভালো করে মেশাতে হবে। এবং এই মিশ্রণটি লাগাতে হলে আপনাকে একটি তুলো র বলে সাহায্য আপনার মাথায় স্ক্যাল্পে লাগাতে হবে। এই মিশ্রণটি আপনার মাথায় বিশ মিনিট রাখতে হবে একার পরে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি সপ্তাহে দুইবার আপনি ব্যবহার করতে পারবেন।
- এই প্যাক তৈরি করতে হলে আপনাকে আধার কাপ গরম পানিতে দুই টেবিল সমস্যা পাতা জাল দিয়ে বেশ ঘন করা একটি লিকার তৈরি করে নিতে হবে। এবং এই চা পানি টি একটু ঠান্ডা হলে এতে এক চা চামচ লেবুর রস মিশাতে হবে। লেবুর রস মেশানোর পর প্যাক টি হালকা গরম থাকতে থাকতে আপনার মাথার স্কেলপে লাগাতে হবে। এবং এই একটি লাগানো ২০ মিনিট পর আপনার মাথা ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি আপনি সপ্তাহে দুইবার লাগাতে পারবেন।
৩. সিল্কি ও ঝলমলে চুল পেতে
- আপনাকে একটি লেবু নিতে হবে এবং একটি লেবুর সব রস একটি গ্লাস বা মগে মিশিয়ে সেই মগে আপনার চুল ভিজিয়ে নিন। এটা আপনি চাইলে শ্যাম্পু করার পরও ব্যবহার করতে পারেন। কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চুল পুরোপুরি শুকানোর আগে কিন্তু রোদে বের হওয়া যাবে না। আর এভাবে লেবু ব্যবহার করতে পারলে আপনার চুল সিল্কি করার জন্য আলাদা আর কোন কিছু ব্যবহার করা লাগবেনা।
- প্রথমে আপনার মাথায় শ্যাম্পু করার আগে নারকেলের তেল বা অলিভ অয়েল এর সাথে লেবুর রস মিশিয়ে নরমালি চুলে তেল যেভাবে লাগান সেভাবে লাগিয়ে নিন। এবং এ প্যাকটি চুলে দেওয়ার পরে ১৫ মিনিট পরে শ্যাম্পু করে ফেলুন।
- এই প্যাকটি বানাতে দুই টেবিল চামচ লেবুর রস ও দুই টেবিল চামচ মধু এবং আধা কাপ অলিভ অয়েল মিশিয়ে নিয়ে পুরো চুলে ভালোভাবে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ৩০ মিনিট পরে ভালোভাবে আপনার চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এর মাধ্যমে আপনার চুল আগের থেকে অনেক সিল্কি ও মোলায়েম হবে।