পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিবন্ধন

 

আজ আমরা এই পোস্টে পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিবন্ধন এবং পাসপোর্ট দিয়ে করোনা ভ্যাকসিন রেজিস্টেশন করার নিয়ম ও পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিবন্ধন যাচাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিবন্ধন করার নিয়ম

আমাদের মধ্যে অনেকে আছেন যারা পাসপোর্ট দিয়ে করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে চান। এখন আমরা পাসপোর্ট দিয়ে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে নিয়ে কথা বলব।পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিবন্ধন করার জন্য আপনাদের কে সর্বপ্রথম https://surokkha.gov.bd/ ওয়েবসাইট যেতে হবে। 
 


এই ওয়েবসাইট এ যাওয়ার পর যা যা করতে হবে আপনাকে 





এখানে এসে আপনাকে নিবন্দন এ ক্লিক করবেন ,এবং আপনার পরিচয় যাচাই বা আপনার শ্রেণী এবং উপ-শ্রেণী নির্বাচন নির্বাচণ করবেন। এরপর




এখানে এসে আপনাকে পাসপোর্ট নম্বর এবং জন্ম তারিখ (পাসপোর্ট  অনুযায়ী) দিতে হবে আপনাকে আর পর আপনাকে (যাচাই করুন) অপশনে ক্লিক করতে হবে। এরপর


এই পর্যায় এসে আপনাকে বাংলা এবং ইংলিশ এ আপনার নাম দিতে হবে। এবং আপনার মোবাইল নম্বর দিতে হবে। এরপর



এই পর্যায়ে এসে আপনার যদি দীর্ঘ মেয়াদি কোনো রোগ থাকলে (হ্যা) অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো যদি দীর্ঘ মেয়াদি রোগ না থাকলে (না) অপশনে ক্লিক করবেন। এরপর 


আপনি যদি কোভিড -১৯ আর কাজের সাথে সরাসরি জড়িত না থাকেন, তাহলে না দিবেন আর থাকলে হ্যা দিবেন। এরপর 




এই পর্যায়ে আপনাকে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে। আর পর আপনি যে কেন্দ্রে ভ্যাকসিন গ্রহন করবেন , সেই উপজেলার কেন্দ্রটি দিন। এরপর



এখানে আসার পর আপনাকে সংরক্ষন করুন এ ক্লিক করে। সর্বশেষ মোবাইল এ SMS এর মাধ্যমে পাওয়া OTP দিয়া স্ট্যাটাস যাচাই বাটনে ক্লিক করবেন।  এরপর 



এখানে আসার পর আপনাকে এখানে আপনার জাতীয় পরিচয় আর নম্বর এবং আপনার জন্ম তারিখ এবং একটি ক্যাপচা পূরণ করে (যাচাই অপশনে ক্লিক করবেন) 


শেষ পর্যায়ে এসে আপনার ফোন পাঠানো অতপঃ টা আবার এখানে বসাতে হবে। বসানোর পর আপনি আপনার ভ্যাকসিন কার্ড টি ডাউনলোড করতে পড়লে আপনার কাজ শেষ।


শেষ কথা : 

আশা করি পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিবন্ধন এবং পাসপোর্ট দিয়ে করোনা ভ্যাকসিন রেজিস্টেশন করার নিয়ম ও পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিবন্ধন যাচাই সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছি। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url