আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট বোঝার উপায়।আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ছেলে না মেয়ে জেনে নিন

আপনারা ইন্টারনেটে অনেকের সার্চ করে জানতে চান আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট বোঝার উপায় সম্পর্কে। তাই আজ আমরা এই পোস্টে আল্ট্রাসনোগ্রাম কি এবং, আল্ট্রাসনোগ্রাম করার নিয়ম এবং আলট্রাসনোগ্রাম করতে কত টাকা লাগে এ সকল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই পোস্টে। আশা করি পোস্টটি সম্পূর্ণ পড়বেন।



আল্ট্রাসনোগ্রাম কি 

প্রথমেই বলে রাখা ভালো যে আল্ট্রাসনোগ্রাম এটি কোন এক্সরে নয়।  আল্টাসনোগ্রাম সাধারণত হচ্ছে অতি উচ্চ কম্পন সম্পূর্ণ শব্দ তরঙ্গ, যা শ্রবণ ক্ষমতার বাইরে। এখন প্রশ্ন হচ্ছে আল্ট্রাসনোগ্রাম কি? এই প্রশ্নের উত্তরে অনেক বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন একজন নারীর সঠিকভাবে গর্ব অবস্থায় প্রতিটি ভাব ভালোভাবে পার করছে কিনা, এবং তার গর্ভের শিশু সুস্থ আছে কিনা এই সকল কিছু জানা সম্ভব আল্ট্রাসনোগ্রাম এর মাধ্যম দ্বারা। 

আর সাধারণত যদি গর্বের শিশু এবং মায়ের কোন বড় ধরনের শারীরিক সমস্যা বা ক্ষতি হয় তা এই আলট্রাসনোগ্রাম দ্বারা বোঝা সম্ভব। এবং বোঝার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব। আলট্রাসনোগ্রাম এমন একটি শব্দ তরঙ্গ যা মা এবং গর্ভে শিশুর কোন ধরনের ক্ষতি করে না। আলট্রাসনোগ্রাম রিপোর্ট বোঝার উপায় সম্পর্কে জানতে পোস্টে পড়তে থাকুন।

আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট বোঝার উপায় জানুন

আপনার গর্বের সন্তান ছেলে কি মেয়ে এবং আপনার সিজারের প্রয়োজন হবে কি হবে না বা নর্মালে ডেলিভারি হবে কি হবে না । এই সকল বিষয় রিপোর্ট দেখে বুঝতে হলে পোস্টটি পড়তে থাকুন।



আপনারা উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হল আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট বা প্রেগনেন্সি প্রোফাইল।
আপনারা রিপোর্টের প্রথম যে অপশনটি দেখছেন সেটা হল (Ulterus) অর্থ গর্ভ বা ওম । ( Ulterus is gravid, having single foetus) এর মানে হলো গর্ভে বাচ্চা রয়েছে এবং একটি বাচ্চা রয়েছে। (positive VC Cardiac activity and visible foetal movement) এর মানে হলো গর্ভে বাচ্চা আছে সেটি নড়াচড়া করছে সেটি দৃশ্যমান। (FHR - 160 B/M regular at the moment) এর মানে হচ্ছে বাচ্চার হৃদ স্পন্দন ১৬০ বিট পার মিনিট । বাচ্চার হৃদ স্পন্দন ১২০-১৬০ মধ্য থাকলে সেটি স্বাভাবিক।

(Gestational Age) গর্ভকালীন বয়স

(32wks 06 days) এটি দ্বারা গর্ভকালীন বয়স এবং দিন বদল হয়েছে।

(BPD:8.5cm) এটির দ্বারা আপনার গর্বের বাচ্চার মাথার দৈর্ঘ্য/ সাইজ কত সেটি বোঝানো হয়।

(FL:6:3cm) এটি দ্বারা আপনার গর্বের বাচ্চার পায়ের দৈর্ঘ্য বা মাপ কত সেটি বোঝানো হয়েছে।

(AC:29.0cm) এটি দ্বারা আপনার বাচ্চার পেটের মাপ কত সেটে বোঝানো হয়েছে।

(EDD: 07/02/2022) এটি দ্বারা বোঝানো হয়েছে সম্ভাব্য ডেলিভারি সময়ের কথা।

(Presentation:) এর অর্থ হল বাচ্চার অবস্থান (Cephalic presentation) এর মানে হলো বাচ্চা মাথার নিচের দিকে আছে যা স্বাভাবিক পজিশনে আছে।

(Placental position) এর অর্থ গর্বের পোলের অবস্থা কি ,(away from os) এর মানে হলো সে গর্ভবতীর সিজার করার প্রয়োজন হবে না তার বাচ্চা নরমালে হবে।

(Liquor Volume) এর অর্থ হল গর্ভের পানির পরিমাণ। (Adequate) এর অর্থ হল গর্ভে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে।

(EFW: 2171gram) এটি দ্বারা গর্ভের বাচ্চার ওজন পরিমাপ করা হয়েছে।

(Comments: A Case of single live pregnancy of 32wks 06 days with Cephalic presentation at present) এর অর্থ হল বর্তমানে গর্ভে একটি বাচ্চা রয়েছে এবং বাচ্চাটির বয়স ৩২ সপ্তাহ ছয় দিন।

আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ছেলে না মেয়ে বোঝার উপায়

এখন আমরা আলট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে ছেলে না মেয়ে বোঝার উপায় সম্পর্কে আলোচনা করব। সাধারণত ভাবে গর্ভে সন্তান ছেলে কি মেয়ে এটি বোঝার জন্য আপনাকে ২০ সপ্তাহ অপেক্ষা করতে হবে। ২০ সপ্তাহ পর বোঝা যাবে যে গর্ভের সন্তান ছেলে কি না মেয়ে। এক্ষেত্রে ছেলে সন্তান হলে পেনিস দেখে বোঝা যাবে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সে ক্ষেত্রে ভ্যাজাইনা দেখে বোঝা যাবে।

আল্ট্রাসনোগ্রাম কি খালি পেটে করতে হয়

এটি নির্দিষ্ট ভাবে বলা অসম্ভব কারণ অবস্থান অনুযায়ী ডাক্তাররা রোগীকে কখনো ভরা পেটে বা কখনো খালি পেটে আল্টাসনোগ্রাম করে থাকে। প্রয়োজন অনুসারে কখনো বাবার সারারাত খালি পেটে থাকা অবস্থায় রেখে আলট্রাসনোগ্রাম করার প্রয়োজনও পড়ে থাকে। 

এজন্য আলট্রাসনোগ্রাম করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়া প্রয়োজন। আর আল্টাসনোগ্রাম করার সময় আরো যে ব্যাপারটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হল আপনার পোষাক। সর্বত্র ভালো হয় আলট্রাসনোগ্রাম করার সময় আপনার পরনে উত্তম আরামদায়ক ও শ্রুতি পোশাক পরা।

আল্ট্রাসনোগ্রাম করতে কত টাকা লাগে

আমাদের মধ্যে অনেকে সরকারি হাসপাতালে আমার অনেকেই বেসরকারি হাসপাতালে আলট্রাসনোগ্রাম করতে যান। সাধারণত সরকারি হাসপাতালে আলট্রাসনোগ্রাম করতে অনেক কমই খরচ হয়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সময় এবং ভালো চিকিৎসা পেতে বেসরকারি হাসপাতালে যান। সাধারণত আপনি যদি সরকারি হাসপাতালে আল্টাসনোগ্রাম করেন তাহলে ১৫০ টাকা থেকে ২২০ টাকা খরচ হবে। আর আপনি যদি বেসরকারি হাসপাতালে আলট্রাসনোগ্রাম করা তাহলে সে ক্ষেত্রে রোগ নির্ণয় কেন্দ্রের খরসহ ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা খরচ হবে।

এই জন্য আপনারা নিজ দায়িত্বে পরামর্শ করে দেখবেন যে আপনারা সরকারিতে আলট্রাসনোগ্রাম করাবেন কি বেসরকারিতে হাসপাতালে আলট্রাসনোগ্রাম করাবেন।

শেষ কথা 

আল্ট্রাসনোগ্রাম কি,আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট বোঝার উপায় এবং আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ছেলে না মেয়ে বোঝার উপায় এই সকল সম্পর্কে সঠিক তথ্য দিতে পেরেছি। 

Next Post Previous Post
1 Comments
  • TanvirAhmed
    TanvirAhmed November 8, 2022 at 11:33 PM

    Best article and its very helpful.

Add Comment
comment url